পশ্চিমা গণমাধ্যমে দীপিকাকে ডাকা হলো প্রিয়াঙ্কা বলে
লস এঞ্জেলেস বিমানবন্দরে সম্প্রতি কয়েকজন সাংবাদিক দীপিকা পাড়ুকোনকে (বামে) ‘হ্যালো প্রিয়াঙ্কা’ বলে অভিনন্দন জানানোর পর নীরবে হেঁটে বের হয়ে আসেন তিনি। ছবি: হিন্দুস্তান টাইমস
নিজের প্রতিভা দিয়েই হলিউডে প্রবেশ করেছিলেন দীপিকা পাড়ুকোন। পশ্চিমের অনেক জমকালো অনুষ্ঠান মাতিয়েছেন তিনি। অনেক লাল গালিচায় রেখেছেন নিজের রূপ-সৌন্দর্যের স্বাক্ষর। তবুও সেই একই ভুলের পুনরাবৃত্তি!
সম্প্রতি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিটি নিয়ে ব্যাপক প্রচারণা নামা সত্ত্বেও পশ্চিমের কিছু সংবাদমাধ্যম এখনো দীপিকাকে মিলিয়ে ফেলছেন ‘বে ওয়াচ’-এর প্রিয়াঙ্গা চোপড়ার সঙ্গে।
দুঃখজনক হলেও সত্য যে, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর দীপিকাকে সম্প্রতি লস এঞ্জেলেস বিমানবন্দরে কয়েকজন সাংবাদিক অভিনন্দন জানান ‘হ্যালো প্রিয়াঙ্কা’ বলে। এরপর, নীরবে হেঁটে বের হয়ে আসেন তিনি।
যাহোক, এমন ঘটনা আগেও ঘটেছিল। পশ্চিমা সংবাদমাধ্যম প্রিয়াঙ্কার সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন দীপিকাকে। ‘ট্রিপল এক্স’ ছবির প্রচারণার সময়ও দীপিকাকে ডাকা হয়েছিল প্রিয়াঙ্কা বলে।
তথ্য সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া