প্রেমিক কোহলির সঙ্গে আনুশকার বিজ্ঞাপনচিত্র

By স্টার অনলাইন রিপোর্ট
14 September 2017, 05:03 AM
UPDATED 14 September 2017, 11:15 AM

ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেমকে একটু চাপা রাখা হলেও মনে হচ্ছে একসঙ্গে বিজ্ঞাপন করতে তাঁদের কোন সংকোচ নেই।

সম্প্রতি ফাঁস হওয়া একটি বিজ্ঞাপনের শুটিংয়ের ছবিতে এই জুটিকে বেশ আকর্ষণীয় সাজে দেখা যায় যা তাঁদের ভক্তদের আনন্দিত করবে। ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, সুন্দর হাসি-মাখা চোখে আনুশকা তাকিয়ে আছেন ক্যামেরার লেন্সের দিবে আর কোহলি যেন অপলক চোখে তাকিয়ে আছেন সেদিকেই।

ছবিটিতে দুজনকে ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেলেও এই বিজ্ঞাপনটি কিসের জন্যে তৈরি করা হচ্ছে তা জানা যায়নি। তবে টুইটারে অনেকেই দাবি করেছেন এটি একটি পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপন।

অপর একটি ছবিতেও দেখা যায় যে এই যুগল একে অপরের চোখে চোখে তাকিয়ে রয়েছেন প্রেমের দৃষ্টিতে।

মাঝে মাঝেই কোহলি এবং আনুশকা তাঁদের যুগলবন্দি ছবি প্রকাশ করেন যা ট্যাবলয়েড পত্রিকাগুলোর গুঞ্জনের খোরাক যোগায়। কোহলি তাঁদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বার্তা প্রকাশ করলেও আনুশকা এ নিয়ে এখনো মুখ খুলেননি। উল্টো ক্ষোভ ঝেড়েছেন সংবাদমাধ্যমের ওপর।

তাঁদের সম্পর্ক সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আনুশকা বলেন, “সবারই একটি ব্যক্তিগত জীবন থাকে। কিন্তু, কিছু কিছু বিষয়কে আমি খুবই ব্যক্তিগত মনে করি। আশা করি, গণমাধ্যম আমার প্রাইভেসির প্রতি শ্রদ্ধাশীল হবে। আমরা দুজনেই আমাদের ক্যারিয়ার নিয়ে বেশি ব্যস্ত। কেননা, এটিই আমাদের লক্ষ্য।”