বলিউডে আবারও ছোট চরিত্রে প্রভাস

By স্টার অনলাইন রিপোর্ট
2 July 2017, 08:11 AM
UPDATED 3 July 2017, 15:55 PM

“বাহুবলি”-র সুবাদে ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাস এখন বেশ জনপ্রিয় বলিউডেও। এই দক্ষিণী তারকার সঙ্গে কাজ করতে আগ্রহী সেখানকার সব নির্মাতারাই। প্রভাসের জনপ্রিয়তা কাজে লাগিয়ে এখন যেকোনো সিনেমাকেই কিছু বেশি দর্শকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। তবে, শিডিউল সংকটে রয়েছেন এই সুপারস্টার।

ডেকান ক্রনিকলে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, প্রভুদেবা এবং তামান্না ভাটিয়া অভিনীত “খামোশী” সিনেমাতে অল্প সময়ের জন্যে দেখা যাবে প্রভাসকে। এতে আরও বলা হয়, প্রভাস এবং তামান্না খুব ভালো বন্ধুও। বন্ধুর সিনেমার জন্য একটি চরিত্রে কাজ করতে তিনি রাজি হয়েছেন বেশ খুশি মনেই।

“খামোশী” আসন্ন একটি তামিল সিনেমার হিন্দি সংস্করণ। এতে একজন তরুণীর জীবনের ভয়ংকর গল্প তুলে ধরা হবে। সেই তরণীর চরিত্রে অভিনয় করবেন তামান্না। চাকরি টোলেতি পরিচালিত সিনেমাটিতে আরও রয়েছেন প্রভূদেবা ও ভূমিকা চাওলা।

আরও পড়ুন: ভিডিও: বাহুবলি’র প্রভাস ছিলেন বলিউডে সুপার-ফ্লপ