বাবা হচ্ছেন সালমান খান!

By স্টার অনলাইন রিপোর্ট
15 June 2017, 10:20 AM
UPDATED 15 June 2017, 16:24 PM

কখনো বিয়ে না করার ঘোষণা দিলেও সালমান খান যেমন শিশুদের অনেক পছন্দ করেন তেমনি শিশুদের কাছেও ভীষণ প্রিয় এই “বজরঙ্গি ভাইজান”। ভাইপো-ভাইঝিদের কাছে সালমান হলেন আদরের সাল্লু চাচ্চু।

আসছে ঈদে মুক্তি পেতে যাওয়া “টিউবলাইট”-এ সালমানকে দেখা যাবে এক চীনা বালকের সহ-শিল্পী হতে। তবে, এখানেই শেষ নয়। বাবা হতে চলেছেন এই স্বঘোষিত ব্যাচেলর!

কোরিওগ্রাফার থেকে পরিচালক হওয়া রেমো ডিসুজার পরবর্তী ছবিতে সাল্লু চাচ্চুকে দেখা যাবে বাবার ভূমিকায়। ছবিটিতে একজন বিপত্নীকের চরিত্রে অভিনয় করতে হবে সালমানকে। তাঁর সঙ্গে থাকবে নয় বছরের কন্যা সন্তান। ছবিটির শুটিং আগামী বছর শুরু হবে।

এর আগে, করন জোহরের প্রথম ছবি “কুছ কুছ হোতা হ্যায়”-তে বলিউড বাদশাহ শাহরুখ খানকে দেখা গিয়েছিল একজন বিপত্নীকের ভূমিকায় অভিনয় করতে। সেখানেও তাঁর নয় বছরের এক কন্যা সন্তান ছিলো।

 

তথ্যসূত্র: রেডিফডটকম