‘বাহুবলি রেকর্ড ভাঙেনি’

By স্টার অনলাইন রিপোর্ট
23 May 2017, 09:15 AM
UPDATED 23 May 2017, 15:19 PM

দেড় হাজার কোটি রুপির বেশি আয় হলেও পরিচালক এসএস রাজামৌলির “বাহুবলি টু” আয়ের দিক থেকে কোনো রেকর্ড ভাঙেনি বলে দাবি করেছেন “গাদার: এক প্রেম কাহিনী”-র পরিচালক অনিল শর্মা।

তাঁর মতে, ২০০১ সালে “গাদার” ছবিটি টিকিট বিক্রি করে আয় করেছিল ২৬৫ কোটি রুপি। তখন টিকিটের দাম ছিল ২৫ রুপি। সেই হিসেবে রেকর্ড ভাঙ্গতে হলে “বাহুবলি টু”-কে আয় করতে হবে ৫,০০০ কোটি রুপি।

ভারতীয় গণমাধ্যমকে শর্মা বলেন, “দেখুন, ‘বাহুবলি টু’ আয় করেছে মাত্র দেড় হাজার কোটি রুপি। ছবিটি সেরা আয়ের হিসেবে কোন রেকর্ড ভাঙেনি। সানি দেওল অভিনীত ‘গাদার’ ছবিটির আয় আজকের হিসেবে ৫,০০০ কোটি রুপি। রেকর্ড ভাঙ্গতে হলে “বাহুবলি টু”-কে এর চেয়ে বেশি আয় করতে হবে।”

তিনি আরও দাবি করেন যে, একটি ভালো ছবি বাজারে এলে তা অবশ্যই রেকর্ড ভাঙ্গার যোগ্যতা রাখে। তবে “বাহুবলি টু” সে রকম কোন রেকর্ড সৃষ্টি করতে পারেনি।

এদিকে, ট্রেড অ্যানালিস্ট তরণদ আদর্শ এক টুইটার বার্তায় জানান যে “বাহুবলি টু”-র হিন্দি সংস্করণের আয় দাঁড়িয়েছে ৪৭৮ কোটি রুপি।

 

তথ্যসূত্র: এনডিটিভি