বাড়িতে আগুন, বেঁচে গেলেন কমল হাসান

By স্টার অনলাইন রিপোর্ট
8 April 2017, 07:25 AM
UPDATED 8 April 2017, 13:29 PM

নিজের বাড়িতে আগুন লাগার পর অল্পের জন্য বেঁচে গেছেন তামিল অভিনেতা ও চিত্রনির্মাতা কমল হাসান। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি এ খবর জানান।

আজ ভোরের দিকে তিনি তাঁর পরিচারকদের ধন্যবাদ দিয়ে দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার বিষয়টি প্রকাশ করেন।

এই ঘটনার সময় কমল তাঁর চেন্নাইয়ের আলওয়ারপেট এর বাড়ির চতুর্থ তলায় অবস্থান করছিলেন। ৬২ বছর বয়সী এই অভিনেতাকে তাঁর পরিচারকরা সহযোগিতা করে বের করে আনেন। এ ঘটনায় কেউ আহত হননি বলেও টুইটার বার্তায় তিনি নিশ্চিত করেন।

তাঁর বড় ভাই চন্দ্র হাসানের মৃত্যুর শোক কাটিয়ে উঠার আগেই নিজের বাড়িতে এমন ঘটনা দেখে মনে হচ্ছে কমলের সময়টা বেশ খারাপ যাচ্ছে।

 

[twitter]

[/twitter]