বড় বাজেটের সিনেমায় শ্রুতি হাসান

By আনন্দধারা ডেস্ক
15 February 2017, 07:50 AM
UPDATED 15 February 2017, 13:53 PM

অভিনেতা, পরিচালক ও প্রযোজক সুন্দর সি তাঁর পরবর্তী বড় বাজেটের ছবি ‘শঙ্খমিত্রা’-র নাম চরিত্রে অভিনয়ের জন্য শ্রুতি হাসানকে চুক্তিবদ্ধ করেছেন।

এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করবেন জায়াম রবি ও আরিয়া।

সুন্দর সি এই সিনেমার জন্য নিয়োগ দিচ্ছেন হাইপ্রোফাইল টেকনিক্যাল ক্রু। সংগীতে থাকবেন এআর রহমান।

সিনেমাটির ভিজুয়াল ইফেক্ট সুপারভাইজ করবেন আরসি কামালাকান্নান। তিনি এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর ভিজুয়াল ইফেক্ট নিয়ে।

সবকিছু ঠিক থাকলে এ বছর মে মাসের মধ্যেই ‘শঙ্খমিত্রা’-র শুটিং শুরু হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া