মালালা আমাকেও অনুপ্রাণিত করে: প্রিয়াঙ্কা চোপড়া

By স্টার অনলাইন রিপোর্ট
21 September 2017, 07:06 AM
UPDATED 21 September 2017, 13:56 PM

বলিউডের স্বনামধন্য অভিনেত্রী এবং ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়া জানান, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই বিশ্বের আর সব নারীদের মতো তাঁকেও অনুপ্রাণিত করে।

আজ (২১ সেপ্টেম্বর) ইন্সটাগ্রামে “বরফি”-র অভিনেত্রী মালালার সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করে লিখেন, “মালালা তোমার অদম্য শক্তির কথা স্মরণ করতে হয়। বিশ্ববাসী তা জানেও। তুমি তাঁদের আদর্শ যাঁরা এই পৃথিবীকে আগামী প্রজন্মের ছেলে-মেয়েদের জন্যে বাসযোগ্য করে গড়ে তুলতে চায়।”

তিনি আরও লিখেন, “তোমার সঙ্গে কয়েক ঘণ্টা কাটানোর সময় বুঝতে পারলাম তুমি একজন তরুণ এবং নতুন নতুন স্বপ্ন ধারণ করো। এমন বয়সে তুমি কত বড় দায়িত্ব নিয়েছো।… তোমাকে পেয়ে আমি খুবই গর্বিত। তুমি বিশ্বের আর সব নারীর মতো আমাকেও অনুপ্রাণিত করো।”

প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হওয়ার পর এক টুইটার বার্তায় মালালা লিখেন, “বিশ্বাসই হচ্ছেনা যে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দেখা হয়েছিলো।”

এর উত্তরে শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা টুইট করে বলেন, “আমিও বিশ্বাস করতে পারছি না যে তোমার মতো একজন তরুণীর সঙ্গে দেখা হয়েছে যার রয়েছে বিশাল হৃদয়, রয়েছে অনেক সাফল্য। তোমার জন্যে আমরা গর্বিত।”