মা হতে যাচ্ছেন সোহা আলী খান

By স্টার অনলাইন রিপোর্ট
23 April 2017, 07:23 AM
UPDATED 23 April 2017, 15:05 PM

পতৌদি পরিবারের কন্যা সোহা আলী খান প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন।

প্রথম সন্তান নিয়ে সোহার স্বামী কুনাল খেমু বলেন, “হ্যাঁ, এটা সত্যি। সোহা এবং আমার একটি যৌথ সৃষ্টি এবছরের শেষের দিকে আসছে, আর তা হলো আমাদের প্রথম সন্তান। আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং শুভ কামনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।”

সাইফ আলী খানের বোন সোহা ২০১৫ সালে বিয়ে করেন কুনালকে। ২০০৯ সালে ‘ঢুনতে রেহ যাওগে’ সিনেমার সেটে পরিচয় এবং এরপর প্রেম জমে ওঠে। বেশ কয়েক বছর এক সঙ্গে থাকার পর বিয়ে করেন সোহা-কুনাল।

কুনাল এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন “গোলমাল” সিরিজের চতুর্থ কিস্তি “গোলমাল এগেইন”-এর শুটিংয়ে। ছবিটি এবছর দীপাবলিতে মুক্তি পাবে।

 

তথ্যসূত্র: এনডিটিভি