মুম্বাই মাফিয়ার চরিত্রে দীপিকা

By স্টার অনলাইন রিপোর্ট
21 April 2017, 10:20 AM
UPDATED 21 April 2017, 16:28 PM

‘পিকু’-খ্যাত দীপিকা পাড়ুকোনকে এবার দেখা যাবে মুম্বাইয়ের মাফিয়া কুইন হিসেবে। ‘ওমকারা’-এর পরিচালক বিশাল ভরদ্বাজ প্রযোজিত নতুন এই ছবিটিতে দীপিকার সঙ্গে জুটি হবেন ইরফান খান।

এতে ইরফান অভিনয় করবেন একজন স্থানীয় গ্যাংস্টারের চরিত্রে।

ছবিটি পরিচালনার মাধ্যম চিত্রপরিচালক হিসেবে অভিষেক ঘটবে কাস্টিং পরিচালক হানি ত্রেহানের। এর শুটিং শুরু হবে আগামী ডিসেম্বরে।

ভারতীয় সংবাদমাধ্যমকে বিশাল ভরদ্বাজ বলেন, “অনেকদিন থেকেই দীপিকা বলছিলেন তাঁর জন্যে একটি চিত্রনাট্য লিখতে। পরে তাঁকে চিত্রনাট্যটি শোনানো হয়েছে এবং তিনি তা পছন্দ করেছেন। এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা চলছে।”

হুসাইন জায়েদির “মাফিয়া কুইন অব মুম্বাই” বইটি অবলম্বনে ছবিটি তৈরি করা হবে। দীপিকা এখানে স্বপ্না দিদির চরিত্রে অভিনয় করবেন, যিনি গ্যাংস্টার দাউদ ইব্রাহিমকে হত্যা করার মিশনে নিয়োজিত।

ছবিটির প্রযোজনা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, স্বামীর হত্যার প্রতিশোধ হিসেবে স্বপ্না দিদি শারজাতে অনুষ্ঠিতব্য ক্রিকেট খেলা দেখার সময় দাউদকে মারার পরিকল্পনা করে।