রজনীর সঙ্গে বিদ্যা

By স্টার অনলাইন ডেস্ক
21 February 2017, 07:02 AM
UPDATED 21 February 2017, 13:07 PM

দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়ক রজনীকান্তের সঙ্গে অভিনয় করা নিয়ে আলোচনা চলছে বলিউড তারকা বিদ্যা বালানের সঙ্গে।

নতুন এই সিনেমাটির নাম এখনো ঠিক করা না হলেও এটি প্রযোজনা করবেন ধনুশ এবং পরিচালনায় থাকছেন রনজিত। চিত্রনাট্যের সঙ্গে চলছে কলাকুশলী নির্বাচনের কাজও।

এই সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য আলোচনা চলছে বিদ্যা বালানের সঙ্গে।শূটিং এর তারিখ নিয়েই মূলত চলছে এই আলোচনা। তারিখ মিলে গেলে তবেই স্বাক্ষরিত হবে চুক্তি।

এর আগে তামিল সিনেমা ‘কাবালি’-তে রজনীকান্তের সঙ্গে অভিনয়ের জন্য আলোচনা হয়েছিল বিদ্যা বালানের। কিন্তু কোন এক কারণে তা আর হয়ে ওঠেনি। সেই চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া