‘রাশ আওয়ার’ পরিচালককে নাচ শেখালেন শাহরুখ

By স্টার অনলাইন রিপোর্ট
19 April 2017, 12:19 PM
UPDATED 19 April 2017, 18:49 PM

‘রাশ আওয়ার’-এর পরিচালক ব্রেট র‌্যাটনারকে নাচ শেখালেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন শাহরুখ। শেখানেই দেখা হয় র‌্যাটনারের সঙ্গে। শাহরুখের ২০১০ সালের ছবি ‘মাই নেম ইজ খান’ দেখানোর পর মঞ্চে উঠেন দুজনে।

‘হলিউড মিটস বলিউড’ সেশনটি শেষ পর্যন্ত গড়ায় নাচ শেখানোর আসরে। সে আসরে শাহরুখ নাচের কয়েকটি মুদ্রা শিখিয়ে দেন র‌্যাটনারকে। সেই দৃশ্য সম্বলিত একটি ছোট ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে পোস্ট করেন র‌্যাটনার লিখেন, “নম্র-ভদ্র এক মহান ড্যান্সার শাহরুখ।”

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয় র‌্যাটনার তাঁর পরবর্তী ‘রাশ আওয়ার’ ছবিতে শাহরুখকে দিয়ে অভিনয় করার কথা ভাবছেন।