তিন তালাক মৌলিক অধিকারবিরোধী: শাবানা আজমি

By কলকাতা প্রতিনিধি
22 May 2017, 10:09 AM
UPDATED 22 May 2017, 16:37 PM

এবার তিন তালাক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শাবানা আজমি। জানালেন তাঁর ক্ষোভের কথা। বললেন, “তিন তালাক মৌলিক অধিকারবিরোধী প্রথা”।

ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানায় রবিবার একটি অনুষ্ঠানে ভারতীয় এই অভিনেত্রী বলেন, “তিন তালাক প্রথা শুধু মানবতাবিরোধী নয়, মুসলিম নারীদের মৌলিক অধিকারের পরিপন্থি। তিন তালাক প্রথা চললে মুসলিম সমাজে নারীরা কোন দিনও সমান অধিকার পাবে না, নারীর ক্ষমতায়নও সম্ভব হবে না।”

উল্লেখ্য, তিন তালাক প্রথা থাকা না থাকা নিয়ে ভারতে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে।

তিন তালাক প্রথা আইন মারফত অবলুপ্ত হলে, মুসলিম সমাজের ঐতিহ্যকে আঘাত করা হবে বলে যখন এক পক্ষ দাবি তুলছে তখনই অন্য পক্ষটি মনে করছে “মুসলিম নারীদের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিন তালাক প্রথা তুলে দেওয়া দরকার।”

রবিবার সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে শাবানা আজমি পরিষ্কার ভাষায় বলেন, “একটি সমাজ কতটা আধুনিক তা বোঝা যায় নারীদের হাতে কতটা ক্ষমতা রয়েছে – সেটা দেখে। তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে নারীদের ক্ষমতায়ন দরকার। যে নারীরা ইতোমধ্যে নিজেদের শক্তিতে বলিয়ান, তাঁদের উচিত অন্য নারীদের পাশে দাঁড়ানো। ছোট ছোট দল তৈরি করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।”

ভারতে বিভিন্ন ভাষার চলচ্চিত্রে অভিনয়ের কথা বললে শাবানা আজমি এখনও অদ্বিতীয়। পাঁচবারের জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেত্রী হিন্দি ও বাংলাসহ ভারতের বিভিন্ন ভাষায় ১৩০ টির বেশি ছবিতে অভিনয় করেছেন। অভিনয় ছাড়াও বহু সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত শাবানা আজমি ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার একজন মনোনীত সদস্যও।