শাহরুখের অস্ত্রপচারের পর দেখতে এলেন আমির

By স্টার অনলাইন রিপোর্ট
13 March 2017, 07:39 AM
UPDATED 13 March 2017, 14:13 PM

শাহরুখ খানের বাম কাঁধে অস্ত্রপচারের পর তাঁর বাসায় তাঁকে দেখতে এসেছিলেন আমির খান। কদিন আগে কিং খানের অস্ত্রপচারের পর তিনি হাতে-কাঁধে ব্যান্ডেজ বাধা অবস্থায় একটি ছবি পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এরপর, তিনি আরেকটি ছবি পোস্ট করেন যেখানে শাহরুখের পাশে আমিরকে দেখা যায়।

হাসপাতাল থেকে ফিরে কিং খান তাঁর ‘মান্নাত’ ম্যানশনে একটি ছোট গেট টুগেদারের আয়োজন করেছিলেন। সেখানে এসেছিলেন দঙ্গলের নায়ক আমির এবং নেটফ্লিক্স নির্বাহী রিড হ্যাস্টিংস।

তবে মজার বিষয় হচ্ছে, গেট টুগেদারের শেষ বেলায় দুই খান মিলে দীর্ঘ সময় কাটিয়েছিলেন এক সঙ্গে।

ধারণা করা হচ্ছে, তাঁরা দুজন মিলে হয়তো নতুন কোন ‘পার্টনাশিপে’ যাচ্ছেন।

অনেকে আবার বলছেন, নেটফ্লিক্সের রিড শাহরুখের একজন ভালো বন্ধু এবং গত বছর শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্টর সঙ্গে এদের একটি সমঝোতা হয়েছিল।

কাজের তালিকায় দেখা যায়, ‘রইস’ অভিনেতা শাহরুখকে দেখা যাবে ইমতিয়াজ আলীর নতুন ছবিতে। আর ‘পদ্মভূষণ’-প্রাপ্ত আমিরের হাতে রয়েছে ‘সিক্রেট সুপারস্টার’ এবং ‘থাগস অব হিন্দুস্তান’।

 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া