সাংবাদিকরা আমার বিরুদ্ধে আজে-বাজে লিখে: সালমান খান

By স্টার অনলাইন রিপোর্ট
3 October 2017, 06:55 AM
UPDATED 5 October 2017, 13:00 PM

নিজের প্রতিভা গুণে বিনোদন জগতে আলো ছড়ালেও নিন্দার কালো ছায়া মাঝে মাঝে গ্রাস করে ফোর্বস ম্যাগাজিনের দৃষ্টিতে বলিউডের দ্বিতীয় দামি তারকা সালমান খানকে। সংবাদমাধ্যমে অনেক সমালোচনা লেখা হয় তাঁকে নিয়ে। তবে বিষয়টিকে তিনি কীভাবে দেখেন তা নিয়ে সাল্লু ভাই সম্প্রতি মুখ খুলেন টেলিভিশন রিয়েলিটি শো “বিগ বস ১১”-এ।

একজন পাবলিক ফিগার হিসেবে তাঁর দায়বদ্ধতা কতটুকু এমন প্রশ্নের জবাবে “সুলতান” বলেন, “আপনি যখন তারকা হবেন তখন আপনার কিছু দায়বদ্ধতা তৈরি হবে। আপনাকে আপনার ইমেজ ধরে রাখতে হবে।”

তাহলে বিব্রতকর বিষয়গুলোকে কেমন করে মোকাবেলা করেন, “বিগ বস ১১”-তে এমন প্রশ্ন করা হলে সালমান খান জানান, “আমি সমালোচনাগুলো দেখি না। তাই সেগুলো আমাকে বিব্রত করতে পারে না। এখনও হয়তো আমার বিরুদ্ধে অনেক আজে বাজে কথা লেখা হয়ে থাকতে পারে, কিন্তু আমি সেগুলো পড়ি না।”

তথ্যসুত্র: টাইমস অব ইন্ডিয়া