সাবেক স্বামীর বিয়ে, ডেটিংয়ে কারিশমা

By স্টার অনলাইন রিপোর্ট
20 April 2017, 11:12 AM
UPDATED 20 April 2017, 17:16 PM

দিল্লিতে সম্প্রতি প্রেমিকা প্রিয়া সচদেবকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। অন্যদিকে, ব্যবসায়ী সন্দ্বীপ তোসনিওয়ালের সঙ্গে ডেট করছেন কারিশমা।

সঞ্জয়ের তৃতীয় এই বিয়েতে শুধু তাঁর পরিবার ও কাছের কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিয়ে পরবর্তী অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হয় নিউইয়র্কে।

পাঁচ বছর আগে নিউইয়র্কে পরিচয় হয় সঞ্জয়-প্রিয়ার। ২০১৬ সালের মাঝামাঝি সঞ্জয় কাপুর আনুষ্ঠানিকভাবে কারিশমা কাপুরের সঙ্গে ১৩ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানেন।

প্রিয়া সচদেব ভারতীয় বংশোদ্ভূত মার্কিন হোটেল ব্যবসায়ী বিক্রম চাওলার সাবেক স্ত্রী।

কারিশমা কাপুরকে নিয়েও জোর গুঞ্জন – তিনি এখন ডেট করছেন ব্যবসায়ী সন্দ্বীপ তোসনিওয়ালের সঙ্গে। তাঁদের বিয়ে করার পরিকল্পনা রয়েছে এমন খবরও মাঝে মধ্যে দেখা যায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে। কিন্তু বিয়েতে বাঁধ সাধছে সন্দ্বীপের আগের বিয়ে। সন্দ্বীপের বর্তমান স্ত্রী আশ্রিতা সম্প্রতি বিবাহ বিচ্ছেদের জন্য রাজি হয়েছেন বলেও খবর বের হয়েছে। আর তা হলে হয়তো খুব তাড়াতাড়িই কারিশমার বিয়ের খবরও পাওয়া যাবে।