সালমান-ক্যাটরিনা ‘ব্যাক টুগেদার’

By স্টার অনলাইন রিপোর্ট
23 March 2017, 07:59 AM
UPDATED 23 March 2017, 18:12 PM

ফিরে আসছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। পাঁচ বছর পর বড় পর্দায় আবারও দেখা যাবে এই জুটিকে।

বিষয়টি নিশ্চিত করেছেন সালমান নিজেই। ক্যাটরিনার সঙ্গে তাঁর একটি ছবি সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানান দিয়েছেন তিনি। ছবির ক্যাপশন হিসেবে লিখেছেন ‘ব্যাক টুগেদার ইন টাইগার জিন্দা হ্যায়’।

সালমান ও ক্যাটরিনা এখন আলী আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং করছেন অস্ট্রিয়ায়।

২০১২ সালের গোয়েন্দা থ্রিলার ‘এক থা টাইগার’ এর সিক্যুয়াল ‘টাইগার জিন্দা হ্যায়’ আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে।

 

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস