হলিউডের সঙ্গে যৌথ প্রযোজনায় প্রিয়াঙ্কা চোপড়া

By স্টার অনলাইন রিপোর্ট
7 September 2017, 10:20 AM
UPDATED 7 September 2017, 16:26 PM

হলিউডের প্রযোজক ডেভিড ওমার্কের সঙ্গে হাত মেলালেন বলিউড অভিনেত্রী ও প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া। তাঁদের যৌথ প্রযোজনায় তৈরি হবে “লাভ সোনিয়া” শিরোনামের ইন্দো-আমেরিকান ছবিটি।

খবরে প্রকাশ, এ ছবিটি প্রযোজনার জন্যে প্রথমে বলা হয়েছিলো করণ জোহরকে। তবে তা ব্যর্থ হওয়ায়, সহ-প্রযোজনার হাত বাড়িয়ে দেন “বেওয়াচ” এর এই অভিনেত্রী।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, “হলিউডের কয়েকজন প্রযোজক ভারতে কোন একটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে চান। প্রথমে তারা করণ জহরকে প্রস্তাব দিয়েছিলেন। করণ পরে প্রিয়াঙ্কার নাম প্রস্তাব করেন।”

সূত্র মতে, সিনেমাটিতে থাকবে ভারতের একজন গ্রামীণ মেয়ের গল্প। গ্লোবাল সেক্স ট্রেড নেটওয়ার্কে একদিন মেয়েটি ধরা পড়লে হঠাৎ করে পাল্টে যায় তাঁর জীবন।

ছোট পর্দার অভিনেত্রী ম্রুনাল ঠাকুর এই ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন। পার্শ্বচরিত্রে থাকবেন ফ্রিডা পিন্টো। ডেমি মুরের একটি বিশেষ উপস্থিতিও থাকবে এই ছবিটিতে।