হলিউডে প্রিয়াংকার ৩য় সিনেমার শুটিং শুরু

By স্টার অনলাইন রিপোর্ট
13 July 2017, 13:22 PM
UPDATED 13 July 2017, 19:27 PM

“বেওয়াচ” এর মাধ্যমে হলিউডে ক্যারিয়ার শুরু করা বলিউডের প্রিয়াংকা চোপড়া তাঁর তৃতীয় হলিউড সিনেমা “ইজ নট ইট রোমান্টিক?” এর শুটিং শুরু করেছেন।

নিউইয়র্ক সিটিতে সিনেমাটির শুটিং সেটে তাঁকে দেখা যায় গোলাপি সানড্রেস পরিহিত অবস্থায়।

এই রোমান্টিক কমেডি সিনেমার পরিচালক টড স্ট্রাস-স্কালসন। এতে প্রিয়াংকার সঙ্গে অভিনয় করছেন রেবেল উইলসন, অ্যাডাম ডেভিন এবং লিয়াম হামসওর্থ।

ছবিটির গল্পে “আন্দাজ”-এর নায়িকাকে দেখা যাবে ইসাবেল নামের একজন যোগাসনের দূত হিসেবে আর রেবেলকে দেখা যাবে নিউইয়র্কের একজন প্রকৌশলী হিসেবে।