বর্ষবরণের ৫০ বছর পূর্তি উপলক্ষে ছায়ানটের সাংস্কৃতিক অনুষ্ঠান
রমনার বটমূলে ছায়ানটের বাংলা বর্ষবরণের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আজ সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনটির মিলনায়তনে।
অনুষ্ঠানের পরিবেশনায় ছিল গান, নাচ ও আবৃত্তি।
সুর-ছন্দ মূর্ছনায় শুর হওয়া অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত ‘এবার তোর মরা গাঙে’ পরিবেশন করা হয় সমবেত সুরে।
এরপর, রবীন্দ্রসংগীত ‘মোর বীণা উঠে কোন সুরে বাজি’ পরিবেশন করেন বিক্রম দাশ। সুতপা সাহা গেয়ে শোনান দ্বিজেন্দ্রলাল রায়ের ‘জীবনটাতো দেখা গেল’ এবং শুক্লা পাল সেতু গেয়ে শোনান রজনীকান্ত সেনের ‘আমি অকৃতি অধম’।
অনুষ্ঠানে সমবেত সুরে গাওয়া হয় কাজী নজরুল ইসলামের ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’। এছাড়াও, আবৃত্তি করেন সুমনা ও রফিকুল ইসলাম।
সমবেত আরও পরিবেশন করা হয় আব্দুল লতিফের ‘লাখো লাখো শহীদের রক্ত মাখা’ এবং একেএম আব্দুল আজিজের ‘কল কল ছল ছল’।
৫০ বছর পূর্তির অংশ হিসেবে আগামী ৭ এপ্রিল বিকেল ৫টায় ছায়ানটের মিলনায়তনে আয়োজন করা হবে সেমিনার ‘সংস্কৃতি: সঙ্কট ও সম্ভাবনা’। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মফিদুল হক।
আগামী ১৩ এপ্রিল সন্ধ্যা ৬টায় ২০০১ সালের নববর্ষ অনুষ্ঠানে বোমা হামলায় রমনা বটমূল চত্বরে নিহত নিরীহ দর্শক-শ্রোতাদের স্মরণে কথা, গান ও প্রদীপ প্রজ্বলন করা হবে।