বিভিন্ন ধরনের মানুষের `হাটখোলা’

By স্টার অনলাইন রিপোর্ট
31 January 2017, 11:24 AM
UPDATED 31 January 2017, 17:28 PM

আগামী ৭ ফেব্রুয়ারী থেকে বৈশাখী টেলিভিশনের পর্দায় দেখা যাবে ধারাবাহিক নাটক ‘হাটখোলা’।

বৃন্দাবন দাসের রচনায় সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন- আ খ ম হাসান, ফজলুর রহমান বাবু, আল মনসুর, ফারুক আহমেদ, প্রাণ রায়, সাজু খাদেম, আরফান আহমেদ, তারিন জাহান, শাহানাজ খুশি, রুনা খান, ডায়না, ইকবাল, মাসুদ হারুন প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে সপ্তাহের নির্দিষ্ট দিন হাটবার, সেই দিনটিতে কেনা-বেচার  পাশাপাশি নানা ধরনের পেশা এবং স্বভাবের মানুষের মিলন মেলায় পরিণত হয় হাটখোলা। এখানে কোন ভেদাভেদ থাকেনা – সবাই হাটুরে – কেউ ক্রেতা, কেউবা বিক্রেতা। হকার, চোর, পকেটমার, পাগল আরও কত পেশা ও নেশার মানুষ থাকে। এদের সবার জীবনের গল্প নিয়ে ‘হাটখোলা’।