রাখি সাওয়ান্ত গ্রেফতার

By স্টার অনলাইন রিপোর্ট
4 April 2017, 11:28 AM
UPDATED 4 April 2017, 17:52 PM

মহাঋষি বাল্মিীকিকে নিয়ে বাজে মন্তব্য করায় বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তকে আজ গ্রেফতার করেছে পাঞ্জাবের পুলিশ।

গত ৯ মার্চ আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ায় পাঞ্জাব প্রদেশের লুধিয়ানা শহরের একটি আদালত রাখির বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করে। তারই প্রেক্ষাপটে তাঁকে গ্রেফতার করা হয়।

একটি টেলিভিশন শোতে ‘রামায়ন’-এর রচয়িতা বাল্মিীকি সম্পর্কে রাখি অবমাননামূলক মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলা করা হয়।

আগামী ১০ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।