রেজওয়ানা চৌধুরী বন্যা পাচ্ছেন পশ্চিমবঙ্গের ‘বঙ্গভূষণ’ সম্মাননা

By কলকাতা প্রতিনিধি
13 May 2017, 04:55 AM
UPDATED 13 May 2017, 10:58 AM

দুই বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে এবার পশ্চিমবঙ্গ সরকার ‘বঙ্গভূষণ’ সম্মাননা দিচ্ছে। ২০ মে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে সাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের হাতেই বন্যাকে এই সম্মাননা দেবেন। পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ১১ মে বৃহস্পতিবার রাতে বন্যার কাছে বঙ্গভূষণ সম্মাননা দেওয়ার চিঠি পৌঁছে। ওই চিঠি পেয়ে পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট একজন মন্ত্রীর সঙ্গেও কথা হয় শিল্পীর। ২০ মে অনুষ্ঠানে আসার নিশ্চয়তা দেন তিনি।

এর আগে ২০১৫ সালে বাংলাদেশের নজরুলগীতি শিল্পী ফিরোজা বেগমকে (মরণোত্তর) বঙ্গবিভূষণ সম্মাননা দেয় পশ্চিমবঙ্গ সরকার।

২০১১ সালে ক্ষমতায় আসার পর অভিনেতা-অভিনেত্রী এবং শিল্পীদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেয় তৃণমূল কংগ্রেসের সরকার। ওই ধারাবাহিকতায় ২০১২ সাল থেকে রাজ্য সরকার তাদের সরকারি স্বীকৃতি হিসাবে দুই শাখায় সম্মাননা প্রবর্তন করে। ‘বঙ্গবিভূষণ’ সরকারের প্রথম সর্বোচ্চ স্বীকৃতি এবং ‘বঙ্গভূষণ’ দ্বিতীয় সবোর্চ্চ স্বীকৃতি হিসাবে গণ্য হয়ে আসছে।