শিল্পকলায় চলছে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

By স্টার অনলাইন রিপোর্ট
17 May 2017, 11:14 AM
UPDATED 17 May 2017, 17:27 PM

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলছে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি আয়োজিত বিপিএস-পেপার ওয়ার্ল্ড ৩য় আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় অংশ নেওয়া ছবিগুলোর প্রদর্শনী।

গত ৫ মে শুরু হওয়া প্রদর্শনীটি শুক্রবার দুপুর ৩টা থেকে এবং অন্যান্য দিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এটি চলবে ১৯ মে পর্যন্ত।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিপিএস গ্র্যান্ড ট্রফি জিতেছেন চীনের আলোকচিত্রী ওয়াং জুন। বিপিএস ন্যাশনাল ক্যাটাগরিতে মোঃ জাকিরুল মাজেদ কনক পেয়েছেন গোল্ড ট্রফি, মুশফিকুর সোহান সিলভার ট্রফি এবং লক্ষণ মিন্টু জিতেছেন ব্রোঞ্জ ট্রফি।

বিপিএস আয়োজিত এই প্রতিযোগিতায় মোট পুরস্কারের সংখ্যা ছিল ১৬৪; এর মধ্যে বাংলাদেশের আলোকচিত্রীদের অর্জন ছিল ৩২টি পুরস্কার। মোঃ জাকিরুল মাজেদ কনক সর্বোচ্চ পাঁচটি পুরস্কার লাভ করেন।

প্রদর্শনীর উদ্বোধনী দিনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এবং পেপার ওয়ার্ল্ড এর চেয়ারম্যান জনাব খোরশেদ আলম।