শুটিং সেরে ফিরলেন ‘নবাব’

By স্টার অনলাইন
1 February 2017, 07:29 AM
UPDATED 1 February 2017, 13:31 PM

‘নবাব’ ছবির শুটিং সেরে কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন শাকিব খান। যৌথ প্রযোজিত এই সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন কলকাতার শুভশ্রী।

চারদিন কলকাতায় অবস্থান করে গত সন্ধ্যায় ঢাকায় ফিরে আসেন ‘নবাব’ ছবির নায়ক শাকিব খান।

দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ভালো লাগছে একটা সুন্দর সিনেমার কাজ শেষ হলো। গতবছর ‘শিকারি’ নিয়ে যেরকম সাড়া পেয়েছি আমার বিশ্বাস ‘নবাব’ নিয়ে আরও বেশী মানুষের ভালোবাসা পাবো।”

চলতি বছরের শাকিব খানের আলোচিত সিনেমার তালিকায় রয়েছে ‘নবাব’। জয়দেব মুর্খাজী পরিচালিত এই ছবিটি আগামী ঈদে মুক্তি পাবে।

শাকিব খান আজ থেকে এফডিসিতে শুটিং করবেন ‘অহংকার’ নামের একটি সিনেমায়। ছবিটিতে তার বিপরীতে রয়েছে বুবলি।