অনলাইনে আসছে বাপ্পা-শাওলীর ‘আহারে’

By স্টার অনলাইন রিপোর্ট
24 September 2017, 10:08 AM
UPDATED 25 September 2017, 12:33 PM

বাপ্পা মজুমদার শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন “আহারে” শিরোনামের নতুন গান নিয়ে। তাঁর সঙ্গে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী শাওলী মুখার্জি।

“কাগজের নৌকো জলেতে ভাসিয়ে/ ঢেউয়ের কাব্য শিখাও/ গোধূলি বিকালে ক্লান্ত আলোতে কপোলে দৃশ্য সাজাও” এমন কথার গানটি লিখেছেন শাহান কবন্ধ এবং সুর ও সংগীতায়োজন করেছেন অম্লান চক্রবর্তী।

গানটির ভিডিওতে অংশ নিয়েছেন শামীম হাসান সরকার, তামিম মৃধা, সৌভিক, স্বপ্নীল তাজরিয়ান, সুপ্রিয়া প্রতিভা ও পারশা ইভানা। গানটির ভিডিও পরিচালনায় ছিলেন মাবরুর রশিদ বান্নাহ।

গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই ‘আহারে’ গানটি আমার এবং শাওলীর অনেক পছন্দের। এর ভিডিওতেও আমাদের দেখা যাবে। খুব দারুণ একটি গান। গানটির সুন্দর কথা আর সুর, এর সঙ্গে ভিডিওটি সবার ভালো লাগবে।”

আগামী ২৬ সেপ্টেম্বর ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ‘আহারে’।