অপূর্বের প্রথম

By জাহিদ আকবর
20 February 2017, 07:03 AM
UPDATED 20 February 2017, 13:10 PM

‘কেউ না জানুক’ শিরোনামের একটা গানে প্রথম বারের মত মডেল হলেন অপূর্ব এবং মেহজাবিন।

মেহজাবিনকে অন্য কয়েকটি গানে দেখা গেলেও প্রথমবারের মতো অপূর্বকে দেখা যাবে মিউজিক ভিডিওর মডেল হিসেবে।

কণ্ঠশিল্পী সুস্মিতা আনিস ও শোয়েবের গাওয়া গানটির কথা ও সুর-সংগীত করেছেন অদিত। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

দ্য ডেইলি স্টার অনলাইনকে অপূর্ব জানান, “আমি জেনে বুঝে গানটির ভিডিওতে অংশ নিয়েছি। গানের কথা ও সুর আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে। দারুন একটা গান এটি। মেহজাবিনের সঙ্গে আমার এই গানটি সবার ভালো লাগবে।”

মেহজাবিন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সুন্দর একটা কাজ করেছি। আশা করছি, সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে গানটির মিউজিক ভিডিওটি। আগামী ২৫ ফেব্রুয়ারির ইউটিউবে দেখা যাবে গানটি।