বিয়ে করলেন সংগীতশিল্পী হৃদয় খান

By স্টার অনলাইন রিপোর্ট
12 September 2017, 13:51 PM
UPDATED 13 September 2017, 12:45 PM

আবারও বিয়ে করেছেন সংগীতশিল্পী হৃদয় খান। তাঁর সঙ্গে বধূ সাজে এক নারীর ছবি অনলাইনে ভাইরাল হওয়ার পর থেকে এই বিয়ের খবর নিয়ে গুঞ্জন শুরু হয়। অবশেষে, সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে শিল্পীর পরিবার।

১২ সেপ্টেম্বর হৃদয় খানের বাবা রিপন খান গণমাধ্যমকে বলেন, গত ১০ সেপ্টেম্বর ধানমন্ডিতে মেয়ের বাবার বাসায় আকদ হয়েছে। এর আগের দিন সন্ধ্যায় গায়েহলুদের অনুষ্ঠান হয়েছিলো।

নববধূ হুমায়রা শিল্পী হৃদয় খানের স্কুলের বন্ধু এবং পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয় বলেও তিনি সংবাদমাধ্যমকে জানান।

এর আগে, ২০১৪ সালে হৃদয় খান ভালোবেসে বিয়ে করেন মডেল সুজানাকে। তবে সে বিয়েটি বেশিদিন স্থায়ী হয়নি।