ইউটিউবে কণার ‘চুমুকে চুমুকে’

By স্টার অনলাইন রিপোর্ট
22 January 2017, 07:05 AM
UPDATED 22 January 2017, 13:25 PM

১২ জানুয়ারি ইউটিউবে কণার গাওয়া ‘চুমুকে চুমুকে করো পান’ আইটেম গানটি প্রকাশিত হওয়ার পর ২২ জানুয়ারী  সকাল ১১টা পর্যন্ত  ভিউয়ার  দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৯ হাজারের বেশি।

তানিয়া আহমেদ পরিচালিত ‘ভালোবাসা এমনি হয়’ সিনেমায় হাবিব ওয়াহিদের সুরে আইটেম গানটি শ্রোতাদের পছন্দের তালিকায় চলে এসেছে এ কয়েকদিনে।

কণা এখন ব্যস্ত সময়  কাটাচ্ছেন স্টেজ  শো নিয়ে। আজ ঢাকা থাকলে তো পরেরদিন ঢাকার বাইরে শো করছেন। এরই মাঝে প্লেব্যাক আর গানের কাজও করছেন তিনি।

এই ব্যস্ততা কমলেই ‘রিদমিক কণা’ অ্যালবামের ‘খামোখায় ভালোবাসা’ শিরোনামের গানটির মিউজিক ভিডিওর কাজও শুরু করবেন।

দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘এখন স্টেজ শো নিয়ে বেশি ব্যস্ত। প্রতিদিনই শো থাকছে। নতুন বছরের শুরুতে ‘চুমুতে চুমুকে করো পান’ গানটি নিয়ে বেশ ভালো একটা সাড়া পাচ্ছি। সব মিলিয়ে বেশ ভালোই যাচ্ছে নতুন বছরটা। এমন চললে আমি খুশি।

বিয়ে করছেন কবে এমন এক প্রশ্ন জবাবে কণা বলেন, বিয়ে তো করতেই চাই। সবকিছু মিলে গেলে যে কোন সময়ে বিয়ে করে ফেলবো।

গত বছরের সিনেমার শ্রোতাপ্রিয় গানের মধ্যে কণা-ইমারানের দ্বৈত গান    ‘দিল দিল’ ছিল অন্যতম। ‘বসগিরি’ সিনেমার এই গানটি এখনো শ্রোতাদের পছন্দের তালিকায় রয়েছে।