ইউটিউবে প্রথম আসলেন আসিফ-কনা
সংগীতশিল্পী আসিফ আকবর ও কনা। ছবি: সংগৃহীত
এবারই প্রথম একটি গানের মাধ্যমে ইউটিউবে আসলেন আসিফ আকবর ও কনা। রোমান্টিক ধারার গানটির শিরোনাম ‘পূজারিণী’।
জীবন মাহমুদের কথায় ও নাজির মাহমুদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। এর মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
তপু খানের পরিচালনায় মিউজিক ভিডিওতে সংগীতশিল্পীরা ছাড়াও মডেল হিসেবে রয়েছেন লুনা এবং শাহরিয়ার রানা জুয়েল।
আসিফ আকবর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বেশ রোমান্টিক একটি গান। ভিডিওটি দেখে আমার ভালো লেগেছে। আশা করছি শ্রোতা-দর্শকরা গানটি উপভোগ করবেন।”
কনা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আসিফ ভাইয়ের সঙ্গে এর আগে বেশ কয়েকটি গান করেছি। তবে এবারই প্রথম আমাদের কোনও গানের ভিডিও প্রকাশ পেলো। গানটি সুন্দর। আশাকরি, সবার ভালো লাগবে।”