এখনো আইসিইউতে কণ্ঠশিল্পী আবদুল জব্বার, পরিবারের আক্ষেপ
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বরেণ্য কণ্ঠশিল্পী আবদুল জব্বারের চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছেন পরিবারের সদস্যরা। কারো কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন না বলে আক্ষেপ শিল্পীর পরিবারের।
শিল্পীর ছেলে বাবু জব্বার আজ (৭ আগস্ট) দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার বাবার অবস্থা খুব একটা ভালো নেই। মাঝে মাঝেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। কারো কাছ থেকে তেমন কোনো সহযোগিতা পাচ্ছিনা। সহযোগিতা পেলে হয়তো বাবার কিডনির একটা ব্যবস্থা করতে পারতাম। আরও কিছুদিন ভালো ভাবে রাখতে পারতাম।”
“বাবাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর প্রয়োজন। আশা করি, দেশের মানুষ এগিয়ে আসবেন,” যোগ করেন বাবু। বাবার জন্য সবার কাছে দোয়াও চান তিনি।
“ওরে নীল দরিয়া”, “জয় বাংলা বাংলার জয়”, “সালাম সালাম হাজার সালাম” - এমনই অনেক কালজয়ী গানের কণ্ঠশিল্পী আবদুল জব্বার এখন কাউকে দেখে চিনতে পারছেন না। শিল্পীর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এমন অবস্থায় শিল্পীর কোন ভক্ত সহযোগিতার হাত বাড়াবেন এমন প্রত্যাশা তাঁর পরিবারের।
আরও পড়ুন: আইসিইউতে কণ্ঠশিল্পী আবদুল জব্বার