কণ্ঠশিল্পী ইমরানের বাবা আর নেই

By স্টার অনলাইন রিপোর্ট
12 September 2017, 11:25 AM
UPDATED 12 September 2017, 17:28 PM

শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী ইমরানের বাবা মোজাম্মেল হক মারা গেছেন। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

আজ দুপুরে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মনোয়ারা হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পরে জরুরি বিভাগ থেকে জানানো হয়, মোজাম্মেল হক আর নেই।

তথ্যটি জানিয়েছেন মনোয়ারা হাসপাতালের জরুরি বিভাগের জনসংযোগ কর্মকর্তা বাদল সরকার।