কলকাতায় নজরুল মেলার উদ্বোধন করলেন ফেরদৌস আরা
বাংলাদেশের প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা ১ জুন কলকাতায় নজরুল মেলার উদ্বোধন করেন। ছবি: স্টার
কলকাতায় নজরুল মেলার উদ্বোধন করলেন বাংলাদেশের প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা। কলকাতার ছায়ানটের উদ্যোগে শিশির মঞ্চে আয়োজিত চারদিনের এই মেলা চলবে আগামী রবিবার সন্ধ্যা পর্যন্ত।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যণী কাজী, বাংলাদেশের নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভুইয়া, নৃত্যশিল্পী অলোকানন্দ রায়, দেবজ্যোতি বোস, চিত্রশিল্পী ওয়াসিম কাপুর, আইসিসিআর এর পরিচালক গৌতম দেব এবং কলকাতা ও ঢাকার বেশ কয়েকজন নজরুলসংগীতশিল্পী এবং গবেষক।
চারদিনের এই মেলায় কাজী নজরুল ইসলামের ছবি প্রদর্শনী ছাড়াও থাকছে বিদ্রোহী কবির জীবন-আদর্শ নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ দ্বিতীয় দিন সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন শিল্পী ফেরদৌস আরা।