কলকাতায় ৪ দিনের নজরুল মেলার শেষ আজ

By কলকাতা প্রতিনিধি
4 June 2017, 11:28 AM
UPDATED 4 June 2017, 17:31 PM

আজ পর্দা পড়ছে প্রথমবারের মতো আয়োজিত কলকাতা নজরুল মেলা। গত ১ জুন শিশির মঞ্চের চার দিনের মেলার উদ্বোধন করেছিলেন বাংলাদেশের প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা। সেখানে উপস্থিত ছিলেন নজরুল একাডেমির নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঁইয়া।

আজ রবিবার সন্ধ্যায় সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে মেলাটি শেষ হবে।

শনিবার আয়োজনের তৃতীয় দিনে অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশের শিল্পী ফেরদৌস আরা। তাঁর গাওয়া নজরুলসংগীত উপভোগ করেন কলকাতার বিভিন্ন শ্রেণির শ্রোতা ও দর্শকবৃন্দ।

এছাড়াও, অনুষ্ঠানে নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজীর কণ্ঠে ছিল কবির লেখা কবিতার আবৃতি।

কবিতা-আবৃতি, নৃত্যনাট্য, বিদ্রোহী কবির ছবি নিয়ে চিত্রপ্রদর্শনী ছাড়াও নজরুলসংগীতের সাংস্কৃতিক সন্ধ্যা দিয়ে সাজানো হয়েছিল চারদিনের নজরুল মেলা।

আয়োজক কলকাতা ছায়ানটের মন্তব্য, প্রথমবারের এই আয়োজনে ব্যাপকভাবে সাড়া মিলেছে। তাই প্রতিবছর কলকাতায় নজরুল মেলার আয়োজন করতে চায় ছায়ানট।