‘কে যে কখন’ সালমার

By স্টার অনলাইন রিপোর্ট
31 May 2017, 12:19 PM
UPDATED 31 May 2017, 18:23 PM

“মন মাঝি” ও “দরদ” গানের ধারাবাহিকতায় আগামী ঈদে প্রকাশিত হবে সালমার “কে যে কখন” সিঙ্গেল ট্র্যাক।

গানটি লিখেছেন মাহমুদ মানজুর, সুর দিয়েছেন নাজির মাহমুদ এবং সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।

গানটি নিয়ে দ্য ডেইলি স্টার অনলাইনকে সালমা বলেন, “আমার ১১তম একক অ্যালবাম ‘মন মাঝি’-র একটি গান ‘কে যে কখন’। অ্যালবামের টাইটেল গানটি প্রকাশিত হয়েছিলো ভালোবাসা দিবস উপলক্ষে। আর ‘দরদ’ গানটি প্রকাশিত হয়েছিলো পহেলা বৈশাখ।”

‘কে যে কখন’ শিরোনামে গানটি আগামী ঈদে জিপি মিউজিক ও জিসান মাল্টিমিউজিক-এর ইউটিউব চ্যানেলে সবাই শুনতে পাবেন বলে তিনি জানান।

সালমা আশা করেন, তাঁর তিনটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হবে।

উল্লেখ্য, “মন মাঝি” অ্যালবামটি প্রকাশিত হয়েছে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে।