চলচ্চিত্রে দুর্গাপূজার গান

By সাদিয়া ইসলাম বৃষ্টি
28 September 2017, 08:41 AM
UPDATED 28 September 2017, 15:25 PM

দুর্গাপূজা নিয়ে কেবল বাস্তব জীবনেই নয়, রূপালি পর্দার জগতেও কাজ করেছে মানুষ। দুর্গাপূজাকে নিয়ে তৈরি হয়েছে নানারকম গান। যদিও সেগুলোর বেশিরভাগই ভারতীয়। চলুন দেখে আসি দুর্গাপূজা ও মা দুর্গাকে নিয়ে তৈরি করা কিছু বিখ্যাত গান।

 

এলো যে মা

চ্যালেঞ্জ-২-এর এই গানটি মুক্তি পায় ২০১২ সালে। অভিজিৎ ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে অন্যরকম এক মাত্রা পায় এই গান। আর পর্দায় এ গানে লিপসিং করেন কলকাতার জনপ্রিয় নায়ক দেব এবং অভিনেত্রী পূজা। গানের সুরকার জিৎ গাঙ্গুলি। শ্রী ভেংকটেশ ফিল্মের ব্যানারে মুক্তি পায় এই ছবি।

এবার যেন অন্যরকম পূজা

একটু অন্যরকম গল্প নিয়ে তৈরি “যোদ্ধা” চলচ্চিত্রটি। পুনর্জন্মের গল্প নিয়ে নির্মিত তামিল মাগাধিরা চলচ্চিত্রের রিমেক ভার্সন যোদ্ধাতে অভিনয় করেন দেব এবং মিমি। ২০১৪ সালে রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবি মুক্তি পায়। আর সেই সঙ্গে মুক্তি পায় ছবিতে থাকা দুর্গাপূজা নিয়ে গাওয়া গানটিও। গানে কণ্ঠ দিয়েছেন নাকশ আজীজ এবং অন্তরা মৈত্র।

দুগগা মা

দুর্গাপূজা উপলক্ষে এ বছরেও মুক্তি পেতে যাচ্ছে “বলো দুগগা মাঈকী” চলচ্চিত্রটি। আর এই চলচ্চিত্রের একটি গান দুগগা মা। অবশ্য, পুরো চলচ্চিত্রটির নামই যখন দুর্গাকে নিয়ে এবং মুক্তিও পাচ্ছে দুর্গাপূজাকে কেন্দ্র করে, তখন এতে পূজাকেন্দ্রিক গান যে থাকবে তা স্বাভাবিক। অঙ্কুশ ও নুসরাত অভিনীত এই ছবিটির “দুগগা মা” গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিত সিং। তাই খুব দ্রুতই এটি জনপ্রিয় হয়ে উঠেছে সবার কাছে।

ঢাকের তালে কোমর দোলে

২০০৯ সালে “পরাণ যায় জ্বলিয়া রে” চলচ্চিত্রে দেব এবং শুভশ্রী লিপসিং করেন এই গানটির সঙ্গে। গানে কণ্ঠ দেন অভিজিৎ ভট্টাচার্য, সুদীপ্তা প্রমুখ। কেবল সে সময়েই নয়, এখন পর্যন্ত এই গানটি বেশ বড় একটি জায়গা করে নিয়েছে সব দেশের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে।

ও ঠাকুর

“বেলা শেষে” সিনেমাটি ছেলে বুড়ো সবার মনোযোগ আকর্ষণ করে নেয় ২০১৫ সালে। আর সেই ছবির একটি গান “ও ঠাকুর”। বৃদ্ধ স্বামী-স্ত্রী এবং তাঁদের ছেলে-মেয়েদের সম্পর্কগুলোকে একটু অন্যরকমভাবে সবার সামনে পরিবেশন করা হয় এই চলচ্চিত্রের মাধ্যমে। এতে উপল সেনগুপ্ত, প্রাশমিতা এবং অনিন্দ্য চ্যাটার্জির এই গানটি দিয়েছে ভিন্নমাত্রা।