জন্মদিনে দূর পরবাসে হাবিব ওয়াহিদ

By স্টার অনলাইন রিপোর্ট
15 October 2017, 10:44 AM
UPDATED 15 October 2017, 19:58 PM

একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন হাবিব ওয়াহিদ। লোকগীতির ফিউশনের সঙ্গে টেকনো এবং শহুরে বিটের মিশ্রণে তাঁর কয়েকটি গান এতে দেয় নতুন স্বাদ। ২০০৪ সালে “মায়া” অ্যালবাম দিয়ে জাগরণ সৃষ্টি করেন তিনি। গানের সাউন্ডে আনেন ব্যাপক পরিবর্তন।

ভিন্ন ধারার কথা ও সুরের দিয়ে তিনি রাতারাতি বদলে দেন দর্শকদের সংগীত ভাবনা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত “প্রজাপতি” সিনেমায় সংগীত পরিচালনা করে জাতীয় পুরস্কারে ভূষিত হন হাবিব।

আজ এই জনপ্রিয় সংগীতশিল্পীর জন্মদিন। তবে এবারের জন্মদিন নিউইয়র্কে রয়েছেন তিনি।

হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “হাবিব তার মাকে নিয়ে নিউইয়র্ক বেড়াতে গেছে। জন্মদিনটি সে ওখানেই কাটাচ্ছে। সঙ্গে হাবিবের ছেলেও রয়েছে। কিছু কারণে ওর মনটা বর্তমানে এলোমেলো রয়েছে। আশা রাখি সব ঠিক হয়ে যাবে।”

সম্প্রতি, একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে সুর-সংগীত করেছেন হাবিব ওয়াহিদ। সেটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি।