জাস্টিন বিবার ভারতে, বিমানবন্দরে ভক্তদের ভিড়

By স্টার অনলাইন রিপোর্ট
10 May 2017, 08:17 AM
UPDATED 10 May 2017, 14:20 PM

ভারত এখন যেন ভুগছে বিবার জ্বরে। “পারপাস ওয়ার্ল্ড ট্যুর”-এর অংশ হিসেবে আন্তর্জাতিক সংগীত সেনসেশন জাস্টিন বিবার এখন মুম্বাইয়ে। শহরটির উপকণ্ঠ নাভি মুম্বাই-এ তাঁর কনসার্ট। পঁয়তাল্লিশ হাজার দর্শক-শ্রোতার জন্য রয়েছে বিবারের সংগীত উপভোগের ব্যবস্থা।

কিন্তু ভারতে বিবার ভক্তের সংখ্যা তো আরও বেশি! তাই ২৩ বছর বয়সী এই সংগীতশিল্পীকে দেখতে ভক্তদের ভিড় জমে কালিনা বিমানবন্দরে।

দুবাইয়ে একটি কনসার্ট শেষ করে বিবার চার্টার্ড করা বিমানে চেপে মুম্বাইয়ে এসে পৌঁছেন আজ স্থানীয় সময় রাত দেড়টায়। তাঁর নিরাপত্তার জন্য হাত বাড়ান সালমান খানের দেহরক্ষীরা।

গোলাপি জ্যাকেট পড়া বিবার একটি রোলস রয়েসে করে বিমানবন্দর থেকে আসেন লোয়ার প্যারেলের একটি হোটেলে। আর তাঁকে এক ঝলক দেখেই ভক্তদের উচ্ছ্বাস।

ভারতীয় সময় আজ রাত ৮টায় ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে “বেবি”-খ্যাত জাস্টিন বিবারের দক্ষিণ এশিয়ায় প্রথম সংগীতানুষ্ঠান।