জেমস বন্ডের থিম সং-এ বিয়ন্সে

By স্টার অনলাইন রিপোর্ট
28 August 2017, 09:54 AM
UPDATED 28 August 2017, 15:59 PM

জেমস বন্ডের নিজের জনপ্রিয়তার সঙ্গে যোগ হতে যাচ্ছে সংগীতশিল্পী বিয়ন্সের জনপ্রিয়তাও। বন্ড সিরিজের প্রযোজকরা এই ভেবে আনন্দিত যে, বিশ্বব্যাপী বিয়ন্সের ভক্তরা যদি যোগ দেন বন্ডের দলে, তাহলে লাভের সম্ভাবনাই বেশি।

জিরো জিরো সেভেন প্রকল্পের এ খবরটি এমন এক সময়ে এলো যখন বিয়ন্সে তাঁর জমজ সন্তান স্যার এবং রুমির জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রকল্পটির সঙ্গে ঘনিষ্ঠ সূত্র জানায়, এই গ্লোবাল সংগীতশিল্পী জেমস বন্ডের নতুন পর্বে থিম সং-এর কাজটি করতে হাল্কাভাবে হলেও রাজি হয়েছেন।

সূত্র জানায়, “আগের সব থিম সং-ই যে সফল হয়েছে তা কিন্তু বলা যাবে না। তবে বিয়ন্সের প্রায় ১ কোটি ভক্ত রয়েছে – সে বিষয়টি ভেবে দেখা যেতে পারে।”

এর আগে ধারণা করা হয়েছিলো, ১৯৬২ সালে শুরু হওয়া জেমস বন্ড সিরিজের ২৫তম ছবি “স্কাইফল”-এর থিম সংয়ের গায়িকা অ্যাডেলেকে দিয়েই সিরিজের নতুন তথা ২৭তম ছবির থিম সংটি গাওয়ানো হবে।

খবরে প্রকাশ, বিয়ন্সের স্বামী খ্যাতনামা র‌্যাপার জে জি-ও এই গানটির সঙ্গে জড়িত হতে পারেন। তিনি থিম সংটির সহ-গীতিকার হিসেবে কাজ করতে পারেন।

বন্ড সিরিজের ২৬তম তথা গত ছবিটির থিম সং গেয়েছিলেন ব্রিটিশ সংগীতশিল্পী স্যাম স্মিথ।

উল্লেখ্য, সাম্প্রতিক সিরিজগুলোর মতো নতুন ছবিটিতে কাজ করার বিষয়টি নিশ্চিত করেছেন ড্যানিয়েল ক্রেগ। এটি হবে এই সিরিজে তাঁর পঞ্চম ছবি। বন্ডের চরিত্রে সবচেয়ে বেশি অভিনয় করেছেন রজার মুর।

বন্ড সিরিজের নতুন ছবিটি ২০১৯ সালের নভেম্বরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া