টপ চার্টে বিয়ন্সের চ্যারিটি গান

By স্টার অনলাইন রিপোর্ট
12 October 2017, 07:26 AM
UPDATED 12 October 2017, 14:08 PM

সংগীত তারকা বিয়ন্সের স্প্যানিশ রিমিক্স “মি জেনতে” বা “আমার মানুষেরা” এখন ইউএস ল্যাটিন গানের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে।

আমেরিকায় ঝড়ে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান নিয়ে তৈরি এই গানটি গতকাল (১১ অক্টোবর) দীর্ঘদিন তালিকার শীর্ষে থাকা “দেসপাসিতো”-কে এক ধাপ নামিয়ে দিল বিয়ন্সের “মি জেনতে”।

ফরাসি ডিজে উইলি উইলিয়ামের আফ্রিকান নাচের ভঙ্গি ব্যবহার করে কলোম্বীয় গায়ক জে ব্যালভিন তৈরি করা এই চ্যারিটি গানটি গত ১১ সপ্তাহ ল্যাটিন গানের বিলবোর্ডে দ্বিতীয় স্থানে ছিলো।

এরপর, বিয়ন্সেকে নিয়ে “মি জেনতে”-এর নতুন সংস্করণটি তালিকার শীর্ষে উঠে আসে ৫ অক্টোবর। গণমাধ্যমকে বিয়ন্সে বলেন, এই গানের সব টাকা আমেরিকার ক্যারিবীয় অঞ্চল ও যুক্তরাষ্ট্রের দক্ষিণে বয়ে যাওয়া সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে।

তথ্যসূত্র: এএফপি