নতুন গানে ফকির আলমগীর

By স্টার অনলাইন রিপোর্ট
28 July 2017, 06:17 AM
UPDATED 28 July 2017, 12:20 PM

“ও সখিনা”-খ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর আসছেন নতুন রূপে। দীর্ঘ বিরতির পর তাঁর নতুন অ্যালবাম “ওল্ড ইজ গোল্ড” প্রকাশ পেতে যাচ্ছে।

মোট ১২টি গান থাকছে অ্যালবামটিতে। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সালাউদ্দিন, মিলন খান, হাজী সাহেব (মাইজভাণ্ডারী), আব্দুল হাই আল হাদী, আহমেদ সাফা ও এ-আজাদ-এস কবির। সুর ও সংগীতায়োজন করেছেন আলাউদ্দিন আলী, আবু তাহের, আলী আকবর রুপু ও ফকির আলমগীর নিজে।

ফকির আলমগীর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অনেক শ্রম, মেধা ও যত্নের সমন্বয়ে অ্যালবামের প্রত্যেকটি গান তৈরি করা হয়েছে। এই গানগুলো শ্রোতাদের মাঝে আলোড়ন সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।”

অ্যালবামটি প্রকাশ করছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিক।