ন্যানসি’র নতুন ২ খবর

By স্টার অনলাইন রিপোর্ট
11 October 2017, 10:11 AM
UPDATED 11 October 2017, 17:03 PM

হাবিব ওয়াহিদের সঙ্গে বেশ কয়েকটি দ্বৈত গানে শ্রোতাপ্রিয়তা পেয়েছেন ন্যানসি। এবার হাবিবের সুর ও সংগীতে জন্মবিরতিকরণ পিলের একটি জিঙ্গেলে কণ্ঠ দিলেন এই শিল্পী।

আগামী কিছুদিনের মধ্যে বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে।

ন্যানসি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “একেবারে অন্যরকম একটি জিঙ্গেলে কণ্ঠ দিলাম। জনসচেতনতামূলক এমন গানে আমার এই প্রথম অংশগ্রহণ। আশা করি, এটি জনসচেতনতা তৈরি করতে সহায়তা করবে।”

এদিকে, নেত্রকোনায় মায়ের নামে “জোছনা কমিউনিটি সেন্টার” করার কথা জানিয়েছেন শ্রোতাপ্রিয় এই কণ্ঠশিল্পী।

এছাড়াও, কিছুদিন আগে এ মিজানের কথায় এবং আলী আকরাম শুভর সুর-সংগীতে একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন ন্যানসি।