ন্যানসি নতুন একক বৈশাখে

By স্টার অনলাইন রিপোর্ট
24 March 2017, 10:02 AM
UPDATED 24 March 2017, 16:05 PM

অনেক শ্রোতাপ্রিয় গানের কণ্ঠশিল্পী ন্যানসি বৈশাখে আসছেন নতুন একটি একক অ্যালবাম নিয়ে।

অ্যালবামটি নিয়ে ন্যানসি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এবারের একক অ্যালবামটি আমার স্বপ্নের একটি কাজ। গান বাছাই করা থেকে শুরু করে সবকিছুতেই নিজেকে যুক্ত রেখেছি।”

“গীতিকবিতার শব্দ, বিষয়, থিম ইত্যাদি নিয়ে নিজের মতামত ভাগাভাগি করেছি।”

তাঁর মতে, “একটা অন্য ধরণের অনুভব জড়িয়ে রয়েছে এর প্রতিটি গানের সঙ্গে। এভাবে আগে গান করা হয়নি।”

নতুন অ্যালবামের গান কারা লিখছেন, সুর-সংগীত করছেন কারা – বিষয়গুলো নিয়ে এখন একটু চমক রাখতে চান তিনি।

ন্যানসি বর্তমানে আলোচনায় রয়েছেন হাবিব ওয়াহিদের সঙ্গে “সুলতানা বিবিয়ান” সিনেমার দ্বৈত গান ‘তুমি আমার’ দিয়ে। গানটি শ্রোতাদের পছন্দের তালিকায় রয়েছে।

এছাড়াও, সম্প্রতি ইমরানের সুর-সংগীতে ‘৯৯ ম্যানসন’ নামের একটি ভৌতিক সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি।