প্রযোজনায় বাপ্পা মজুমদার

By স্টার অনলাইন রিপোর্ট
18 May 2017, 09:35 AM
UPDATED 18 May 2017, 15:41 PM

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার এখন গানের অ্যালবাম প্রযোজনায়। তাঁর সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান “বি এমজ ওয়ার্কস্টেশন”-এর ব্যানারে আজ দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রকাশিত হলো “এমন হলো কই” শিরোনামের একটি একক অ্যালবাম। গানগুলো গেয়েছেন হাসান আবিদুর রেজা জুয়েল।

অ্যালবামের পাঁচটি গানের মধ্যে চারটি রোমান্টিক-জীবনধর্মী গান এবং “দুজনে দেখা হলো” শিরোনামে একটি রবীন্দ্রসংগীত রয়েছে। বাপ্পার সুর-সংগীতে তৈরী অ্যালবামের গানগুলো লিখেছেন শাহান কাবন্ধ।

বাপ্পা মজুমদার দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আজকের দিনটি আমার জন্যে স্মরণীয়। জুয়েল ভাইয়ের হাত ধরেই আমার গানের ক্যারিয়ার শুরু হয়েছিলো। তখন অনেক সহযোগিতা করেছিলেন তিনি। আজ আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রথম তাঁর গানের অ্যালবাম বের করতে পেরে সত্যি অনেক আনন্দিত। “এমন হলো কই” দিয়েই প্রযোজক হিসেবে আমার যাত্রা শুরু করলাম।”