প্রায় ৪০০ শিল্পীর অংশগ্রহণে ১০ দিনব্যাপী বেঙ্গল সংস্কৃতি উৎসব

By স্টার অনলাইন রিপোর্ট
22 February 2017, 08:02 AM
UPDATED 22 February 2017, 14:05 PM

দেশ-বিদেশের প্রায় ৪০০জন শিল্পীর অংশগ্রহণের মাধ্যমে আজ সন্ধ্যায় সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে শুরু হতে যাচ্ছে ১০ দিনব্যাপী বেঙ্গল সংস্কৃতি উৎসব।

এই উৎসবে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যিক প্রবাহ, সমকালীন জীবনসংস্কৃতি ও জীবনধারার নানা দিক উপস্থাপন করা হবে।

উৎসবে রেজওয়ানা চৌধুরী বন্যা, অদিতি মহসিন, চন্দনা মজুমদার, জলের গান, কুদ্দুস বয়াতীসহ বাংলাদেশের ৩৮৩ জন সংগীতশিল্পী-নৃত্যশিল্পী-চিত্রকর-নাট্যকুশলী-লেখক-কবি অংশগ্রহণ করবেন।

সংগীত পরিবেশনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ভারতীয় শিল্পী হৈমন্তী শুকলা, শ্রীকান্ত আচার্য্য, মনোময় ভট্টাচার্য্য, জয়তী চক্রবর্তী ও পার্বতী বাউলকে।

বিশিষ্ট চিত্রকর রফিকুন নবী, মনরিুল ইসলাম, শহিদ কবির, রোকেয়া সুলতানা, জামাল আহমেদ, শিশির ভট্টাচার্য্য, তৈয়বা লিপিসহ ২৭ জন শিল্পী উৎসব চলাকালীন ‘সুবীর চৌধুরী আর্ট ক্যাম্পে’ অংশগ্রহণ করবেন।

বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, ইমদাদুল হক মিলন, শাহীন আখতার ও হরিশংকর জলদাস, প্রাবন্ধিক সিরাজুল ইসলাম চৌধুরী, সনৎকুমার সাহা, মুহম্মদ জাফর ইকবাল ও শামসুজ্জামান খান, কবি আনিসুল হক, রুবি রহমান, রবিউল হুসাইন, তারেক সুজাতসহ বাংলাদেশের মোট ৫০ জন কবি এবং লেখক কালি ও কলম সাহিত্যসভায় অংশ নেবেন।

প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার, প্রথিতযশা মঞ্চ-অভিনেতা ও নির্দেশক শাঁওলি মিত্রসহ ভারতের ২৩ জন প্রাবন্ধিক, কবি ও সাহিত্যিক এবং নেপালের দুইজন বিশিষ্ট লেখক সাহিত্যসভায় যোগ দেবেন।

এছাড়াও, চলচ্চিত্র, কারুশিল্প, মিষ্টি, বাদ্যযন্ত্র ও স্থাপত্য প্রদর্শনীও এই উৎসবে অর্ন্তভুক্ত করা হয়েছে।

‘মানবিকতার সাধনায় বেঙ্গল সংস্কৃতি উৎসব’ শিরোনামের অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে জাতীয় অধ্যাপক জ্ঞানতাপস আব্দুর রাজ্জাকের স্মৃতির প্রতি।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের সংস্কৃতিচর্চা এবং সাধনাকে গতিময় ও বহুমাত্রিক করার জন্য বেঙ্গল ফাউন্ডেশনের চর্চা ও প্রয়াসের অব্যাহত ধারার অংশ হিসেবেই এই সংস্কৃতি উৎসব।

সংগীতে, নাটকে, নৃত্যে, লোকসংগীতে বাঙালি সংস্কৃতির নানা কৌণিক দিক যাতে প্রতিফলিত হয় সে প্রয়াসেই এই উৎসব।