ফাহমিদা নবীর ইচ্ছেগুলো

By স্টার অনলাইন রিপোর্ট
4 June 2017, 08:43 AM
UPDATED 4 June 2017, 14:48 PM

কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর ইচ্ছেগুলো জানাতে হলে তাঁর নতুন গান “ইচ্ছেগুলো” শুনতে হবে। তবে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আগামী ঈদে প্রকাশিত হবে এই সিঙ্গেল ট্র্যাকটি।

“ইচ্ছেগুলো খোলা মনে, সাত রঙে রঙ মাখে, ভোরের হাওয়ায় উষ্ণ আলোয়, কে যেন কে ডাকে” — এমনই কথায় গানটি লিখেছেন এবং সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সংগীতায়োজন করেছেন সজীব দাস।

ফাহমিদা নবী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সিঙ্গেল ট্র্যাক ‘ইচ্ছেগুলো’ গানটির কথা এবং সুর আমার কাছে ভালো লেগেছে বলেই গেয়েছি। একটু অন্য ধরণের গান। শ্রোতাদের ভালো লাগবে আশা রাখি।”

গানটি ঈদে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে জিপি মিউজিকে শোনা যাবে।