ফাহমিদা নবীর প্রযোজনা প্রতিষ্ঠান আনমল থেকে ‘কারিগরি’

By স্টার অনলাইন রিপোর্ট
12 June 2017, 06:26 AM
UPDATED 12 June 2017, 12:29 PM

“কারিগরি” শিরোনামের একটি অ্যালবাম নিয়ে শ্রোতাদের মাঝে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। তাঁর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান আনমল থেকে আসছে এই অ্যালবামটি।

আজ ১২ জুন সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের একটি রেস্টুরেন্টে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে। সিডির পাশাপাশি অনলাইনেও গানগুলো প্রকাশিত হবে।

অ্যালবামের গানগুলো গেয়েছেন পুতুল, মুন্নী, জেসিমা, দৃষ্টি, ফাহমিদা আহমেদ, ফারজানা, সীমা, অনন্যা, কদর, পিলু ও রাজীব। একটি গানে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী।

ফাহমিদা নবী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গত ভালোবাসা দিবসে অ্যালবামটি প্রকাশ করতে চেয়েছিলাম। কিন্তু কাজ শেষ করতে পারিনি। অ্যালবামটির সঙ্গে শিক্ষার্থীদের একটি স্বপ্ন জড়িয়ে রয়েছে। সবাই চেষ্টা করেছে ভালোভাবে গান গাওয়ার। সবগুলো প্রেমের গান, তাই মেলোডিকে প্রাধান্য দেয়া হয়েছে।”

১২টি গানের সব কটির সংগীতায়োজন এবং ১০টির সুর করেছেন সজীব দাস। নিজেদের লেখা ও সুরের গানে কণ্ঠ দিয়েছেন সীমা ও কদর ।

‘কারিগরি’ ফাহমিদা নবীর ভয়েস গ্রুমিং সেন্টার। ২০০৭ সাল থেকে ২০১৭ পর্যন্ত এখানে যাঁরা ক্লাস করেছেন তাঁদের মধ্যে থেকে আগ্রহী ১১জন কে নিয়ে অ্যালবামটি তৈরি করা হয়েছে।