বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস: ১৩টি পুরস্কার নিয়ে রেকর্ড গড়লেন ড্রেক

By স্টার অনলাইন রিপোর্ট
22 May 2017, 11:34 AM
UPDATED 22 May 2017, 17:37 PM

এবছর বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে ১৩টি পুরস্কার নিয়ে রেকর্ড গড়লেন কানাডিয়ান র‌্যাপার ড্রেক গ্রাহাম।

ড্রেকের পুরস্কারগুলো এসেছে তাঁর চতুর্থ স্টুডিও অ্যালবাম “ভিউজ”-এর জন্যে। এই তালিকায় রয়েছে সেরা বিলবোর্ড অ্যালবাম, সেরা র‌্যাপ অ্যালবাম, সেরা গায়ক, সেরা আরএন্ডবি গানের পুরস্কার।

এছাড়াও, আমেরিকান সংগীতের মানিকজোড় টোয়েন্টি ওয়ান পাইলটস ঘরে এনেছে পাঁচটি পুরস্কার। “ক্যান নট স্টপ দ্য ফিলিং” গানটির জন্যে জাস্টিন টিম্বারলেক জিতেছেন সেরা বিক্রিত গান এবং সেরা রেডিও গানের পুরস্কার।

এর আগে এই আসরে সবচেয়ে বেশি পুরস্কার এসেছিল ইংলিশ গায়িকা আডেলের ঝুলিতে। ২০১২ সালে ১২টি পুরস্কার নিয়ে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে শীর্ষ পুরস্কার বিজয়ী ছিলেন তিনি। পাঁচ বছর পর এবার সেই রেকর্ড ভাঙ্গলেন ড্রেক।

 

তথ্যসূত্র: কন্টাক্টমিউজিকডটকম