মিনার বললেন, ‘আমি তো এমনই’

By স্টার অনলাইন রিপোর্ট
17 April 2017, 06:44 AM
UPDATED 17 April 2017, 12:46 PM

নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিনার বললেন, “আমি তো এমনই”। তবে তিনি তা বলেছেন গানে গানে। এটা তাঁর একটা গানের শিরোনাম। অ্যালবামের শিরোনামটাও তাই।

অ্যালবামটিতে রয়েছে তিনটি গান। অন্য দুটি হলো ‘আবার’ ও ‘এখন’।

গানগুলোর রচনা করেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন মিনার নিজেই এবং সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।

অ্যালবামটি কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে সঙ্গীতা থেকে।

দ্য ডেইলি স্টার অনলাইনকে মিনার বলেন, “সবসময়ই চেষ্টা করেছি কথাপ্রধান গান করার। কথা আর সুরের সমন্বয় রেখেই গান করি। অ্যালবামের তিনটি গান তিন ধরনের। শ্রোতাদের কথা মাথায় রেখেই এমনটি করা। শীঘ্রই গানগুলোর লিরিক্যাল ভিডিও প্রকাশিত হবে।”