সেরাকণ্ঠের প্রধান বিচারক মিতালী মুখার্জী

By স্টার অনলাইন রিপোর্ট
10 May 2017, 07:15 AM
UPDATED 10 May 2017, 13:20 PM

সিজন-৬ “ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ”-এর প্রধান বিচারক হিসেবে থাকবেন জনপ্রিয় কন্ঠশিল্পী মিতালী মুখার্জী।

অন্য প্রধান বিচারকরা হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিৎ। ইজাজ খান স্বপন পরিচালিত অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিয়া নূর।

গত ৫ মে “ক্ষুদে গানরাজ”-এর মহা-উৎসব অনুষ্ঠানে তাদের পরিচয় করিয়ে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

সেরাকণ্ঠের বিচারক হিসেবে নির্বাচিত করায় চ্যানেল আইকে ধন্যবাদ জানিয়ে মিতালী মুখার্জী বলেন, “নাড়ির টানে প্রাণের ঢাকায় এসেছি, এখানে আসতে পেরে সত্যি দারুণ আনন্দিত আমি।”

তিনি আরও বলেন, “এবারের সেরাকণ্ঠের পুরোটা জুড়েই থাকবে বিশেষ চমক। দর্শকরা চ্যানেল আইয়ের পর্দায় তা দেখতে পারবেন।”

আগামী ১৫ মে থেকে সেরাকণ্ঠের বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বাছাই শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক। এখনো যারা রেজিস্ট্রেশন করতে পারেননি তারা রেজিস্ট্রেশন করার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রতিযোগীর নাম লিখে একটি স্পেস দিয়ে ৬৯৬৯ নম্বরে পাঠালে প্রাথমিক বাছাইয়ের জন্য নির্বাচিত হবেন।